বাগেরহাটে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:১১
অ- অ+

বাগেরহাটে চুরি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল হাওলাদার (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে রুবেল হাওলাদার ও সজল মল্লিকের নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় হওয়া মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া রুবেল হাওলাদার জেলার মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট গ্রামের জাকির হাওলাদারের ছেলে।

এর আগে মঙ্গলবার দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সজল অভিযোগকারী গৃহবধূর দেবর।

গত সোমবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদেকাড়াপাড়া গ্রামের মধ্যপাড়ার একটি বাড়িতে চুরি করতে ঘরে ঢুকে ২৩ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। এ সময় ঘর থেকে নগদ ৪৭ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোরের দল।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বুধবার সকালে এই প্রতিবেদককে বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় তার স্বামী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ঘটনার পরদিনই ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে সজল নামে একজনকে গ্রেপ্তার করে।

ওসি জানান, মামলার আরেক আসামি রুবেল হাওলাদারকে মঙ্গলবার রাতে জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় র‌্যাব ও পুলিশ যৌথভাবে চালিয়ে গ্রেপ্তার করে। প্রতিবেশীর সঙ্গে জমির বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। গ্রেপ্তার দুজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনার আসল রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা