কলকাতার বইমেলায় চট্টগ্রামের তুলতুলের ‘নরকে আলিঙ্গন’

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা ২০২২ শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে চট্টগ্রামের মেয়ে শাম্মী তুলতুলের নতুন অনুগল্পের ‘নরকে আলিঙ্গন’ নামে নতুন একটি গল্পের বই।
নরকে আলিঙ্গন প্রকাশিত হচ্ছে ‘এবং শব্দ প্রকাশনী’ থেকে। বইটির প্রকাশক সুমন্ত ভৌমিক। প্রচ্ছদ করেছেন শুভ্রা হালদার।
মোট ১৭ টি গল্প নিয়ে বইটি প্রকাশিত হতে যাচ্ছে। এর গল্পে উঠে এসেছে যুদ্ধ, রহস্য, প্রেম-ভালোবাসা, রম্য, কবিদের রহস্যময়তা, মশকরা ও আমাদের সমাজের ঘটনাগুলোর কল্পনা ও বাস্তবের মিশেল। তাছাড়া এখানে থাকছে তুলতুলের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত গল্পের নাম। যেটা তিনি প্রথম শুরু করেছেন।
অনুভূতি জানিয়ে তুলতুল বলেন, ‘কলকাতার বইমেলায় আমার প্রথম বই প্রকাশিত হচ্ছে, এটি আমার জন্য অনেক আনন্দের। আমার স্বপ্নগুলোর একটি। সেখানে আমি নিয়মিত লিখালিখিও করে যাচ্ছি। কলকাতার অনেক বন্ধু, পাঠক আমাকে খুব ভালোবাসেন। তাদের আগ্রহে এবং আমার প্রকাশকের অশেষ আন্তরিকতায় আমার বইটি প্রকাশিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ভারতে অনেক বন্ধু আমার চাঁটগা ভাষার লেখা পড়ে চাঁটগা ভাষার প্রতিও খুব আগ্রহ দেখিয়েছেন। তাদের জন্য কয়েকটি গল্পের নামকরণও করেছি আমার আঞ্চলিক ভাষায়। এটি এইবার প্রথম আমি শুরু করেছি। তাই সবার কাছে দোয়া-আশীর্বাদ চাই।’
ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এএইচ
সংবাদটি শেয়ার করুন
সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
সাহিত্য এর সর্বশেষ

‘বীরের মুখে বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধুর দুই কন্যার জীবন ঘিরে উপন্যাস ‘হে সন্তপ্ত সময়’

নয়ন ওঝার সামাজিক সমস্যার কবিতা ‘অবক্ষয়’

সাহিত্যে অবদানের জন্য বাংলা আকাদেমি পুরস্কার পেলেন মমতা

মা : সর্ব রোগ নিবারক নিদান

রবীন্দ্র নৃত্যভাবনা

আনন্দবাদী রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন

২৫ বৈশাখ শিলাইদহে কবিগুরুর জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান

কবিতা || সন্তান ||
