কলকাতার বইমেলায় চট্টগ্রামের তুলতুলের ‘নরকে আলিঙ্গন’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:১৪
অ- অ+

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা ২০২২ শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে চট্টগ্রামের মেয়ে শাম্মী তুলতুলের নতুন অনুগল্পের ‘নরকে আলিঙ্গন’ নামে নতুন একটি গল্পের বই।

নরকে আলিঙ্গন প্রকাশিত হচ্ছে ‘এবং শব্দ প্রকাশনী’ থেকে। বইটির প্রকাশক সুমন্ত ভৌমিক। প্রচ্ছদ করেছেন শুভ্রা হালদার।

মোট ১৭ টি গল্প নিয়ে বইটি প্রকাশিত হতে যাচ্ছে। এর গল্পে উঠে এসেছে যুদ্ধ, রহস্য, প্রেম-ভালোবাসা, রম্য, কবিদের রহস্যময়তা, মশকরা ও আমাদের সমাজের ঘটনাগুলোর কল্পনা ও বাস্তবের মিশেল। তাছাড়া এখানে থাকছে তুলতুলের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত গল্পের নাম। যেটা তিনি প্রথম শুরু করেছেন।

অনুভূতি জানিয়ে তুলতুল বলেন, ‘কলকাতার বইমেলায় আমার প্রথম বই প্রকাশিত হচ্ছে, এটি আমার জন্য অনেক আনন্দের। আমার স্বপ্নগুলোর একটি। সেখানে আমি নিয়মিত লিখালিখিও করে যাচ্ছি। কলকাতার অনেক বন্ধু, পাঠক আমাকে খুব ভালোবাসেন। তাদের আগ্রহে এবং আমার প্রকাশকের অশেষ আন্তরিকতায় আমার বইটি প্রকাশিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভারতে অনেক বন্ধু আমার চাঁটগা ভাষার লেখা পড়ে চাঁটগা ভাষার প্রতিও খুব আগ্রহ দেখিয়েছেন। তাদের জন্য কয়েকটি গল্পের নামকরণও করেছি আমার আঞ্চলিক ভাষায়। এটি এইবার প্রথম আমি শুরু করেছি। তাই সবার কাছে দোয়া-আশীর্বাদ চাই।’

ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা