পাঁচবিবিতে ইউপি নির্বাচন: লড়ছেন চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট)
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৪:৩৫
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলেও স্বামী-স্ত্রীসহ সাতজনের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাদের নামে প্রতীকও বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন। সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার ৮নং আওলাই (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একরামুল হক চৌধুরী (তাওহীদ) মোটরসাইকেল প্রতীক ও তার স্ত্রী নিলুফা আক্তার লিপি রজনীগন্ধা প্রতীক, এসএম ইব্রাহিম হোসাইন নৌকা প্রতীক, আব্দুর রাজ্জাক মন্ডল ঘোড়া প্রতীক, ওবায়দুর রহমান চশমা প্রতীক, সোহেল ফকির টেলিফোন প্রতীক ও আজিজুল হক আনারস প্রতীক। এছাড়াও উপজেলার ৭নং কুসুম্বা (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জিহাদ মন্ডল নৌকা প্রতীকে ও আ.লীগ বিদ্রোহী মুক্তার হোসেন মন্ডল আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭নং কুসুম্বা (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ও ৮নং আওলাই (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ওই দুই (ইউপিতে) মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ২২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২৪ হাজার ৪৬ জন ও তৃতীয় লিঙ্গ একজন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৭ম ধাপের (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচন চলাকালে প্রার্থীদের আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
উঠানের পানি নিষ্কাশন নিয়ে ভাগিনার হাতে মামা খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা