বিপিএলের অষ্টম আসরের প্রথম সেঞ্চুরি হাঁকালেন সিমন্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ২০:১৫
অ- অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের দ্বিতীয় ম্যাচে ওপেনিং ব্যাট করতে নেমেই এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন সিলেট সানরাইজার্সের ক্যারিবিয়ান ব্যাটার লেন্ডি সিমন্স। তার সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করেছে সিলেট।

ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের পক্ষে লেন্ডি সিমন্স ছাড়া ব্যাট হাতে রান তুলতে পারেননি কেউই। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার তুলে নেন বিপিএলের অষ্টম আসরের প্রথম সেঞ্চুরি।

শতক পূর্ণ করার পর ১১৬ রানে আউট হন সিমন্স। মাত্র ৬৫ বলে খেলা এই শৈল্পিক ইনিংসটি ১৪টি চার এবং ৫টি ছয়ে সাজানো।

এদিকে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। এছাড়া ১৩ রানে রবি বোপারা, ৬ রানে মোহাম্মদ মিঠুন এবং শূন্যরানে কলিন ইনগ্রাম আউট হন। আর ১৩ রানে মোসাদ্দেক এবং ২ রানে আলাউদ্দীন বাবু অপরাজিত থাকেন।

মিনিস্টার গ্রুপ ঢাকার পক্ষে একটি করে উইকেট পেয়েছেন চারজন বোলার।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
ক্যানসার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা