যে কারণে বিপিএল খেলতে নারাজ মিরাজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২২, ১৭:৫০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরের শুরু থেকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছিলেন দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। কিন্তু হুট করে গত ম্যাচে নাঈম ইসলামকে চট্টগ্রামের নেতৃত্বে আনা হয়। এরপর ম্যাচে শেষে এক মেইল বার্তার মাধ্যমে নাকি জানিয়ে দিয়েছেন যে, বিপিএল খেলতে চান না তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত বিষয়টি নিশ্চিত করেছেন। সুমিত চট্টগ্রাম থেকে মুঠোফোনে বলেন, ‘ঠিক জানি না কী কারণে। তবে এটা সত্য যে মিরাজ বিপিএল না খেলে বাড়ি ফিরে যেতে চেয়েছে। আমাকে মেইলও করেছে। গতকাল রাতে ম্যাচ শেষে মেইল দিয়েছে।’

সুমিত আরও বলেন, ‘আমি এবং টিম ম্যানেজমেন্ট তারপর মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে মানানোর সর্বাত্মক চেষ্টা করছি। প্রয়োজনে তার মাকে চট্টগ্রাম এনে একই হোটেলে কাছাকাছি রাখার প্রস্তাবও দিয়েছি। তার মায়ের চিকিৎসার সবকিছু আমরা দেখভাল করব, এমন নিশ্চয়তাও দিয়েছি। তবু মিরাজকে মানানো সম্ভব হয়নি।’

মেইলে কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা বলেছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু এ বিষয়ে একমত হতে পারছেন না অনেকে। দলের নেতৃত্ব থেকে হটিয়ে দেওয়ায় অভিমানে হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে কেউ কেউ।

দল ও বিসিবিতে করা মেইলে মিরাজ উল্লেখ করেছেন মায়ের অসুস্থতার কথা। কিন্তু সেটা যে আসল কারণ নয় মিরাজের কথাতেই তা স্পষ্ট, 'ই-মেইলে মায়ের অসুস্থতার কথা বলেছি ঠিকই। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে। এমন তো নয় যে আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে। আমিও পারফর্ম করেছি, দলও এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল। বলা নেই কওয়া নেই, এভাবে আমাকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। আমি খেলবই না।'

এবারের আসরে চট্টগ্রামকে শুরুর চার ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। চার ম্যাচের মধ্যে দুই ম্যাচেই জয় পেয়েছিল তার দল। যেখানে তিনি তারা হারিয়েছে তিন অধিনায়কের অভিজ্ঞ দল মিনিস্টার ঢাকাকে। শুধু তাই নয়, তার নেতৃত্বে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকেও হারিয়েছে চট্টগ্রাম। এরপরও তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়াটা দৃষ্টিকটু বিষয়ও বটে। এবার আর তাকে অধিনায়কের ভূমিকায় পাচ্ছে না সাগর পাড়ের ক্লাবটি। শুধু অধিনায়ক নয়, খেলবেন না দলের হয়েও।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সংবাদমাধ্যমের দাবি: বায়ার্নের নতুন কোচ হচ্ছেন কোম্পানি!

এলপিএলে মুস্তাফিজের দলের চুক্তি বাতিল, গ্রেপ্তার বাংলাদেশি মালিক

যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন পন্টিং

শান্তকে বিশ্রাম দিয়ে সাকিবকে অধিনায়ক করার পরামর্শ আশরাফুলের

শেষ সময়ে বিশ্বকাপ দলে পরিবর্তন আনল নেদারল্যান্ডস

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা

 যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ যেকোনো মূল্যে জয় চায় বাংলাদেশ

আইপিএলের যে রেকর্ডে বিরাট কোহলির ধারেকাছেও কেউ নেই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :