বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে ক্ষোভ ঝাড়লেন জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২২, ১১:৪৪

মুক্তির অপেক্ষায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। আগে ছবিটির নাম ছিল ‘বঙ্গবন্ধু’, পরে গত ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে পাল্টে ফেলা হয় নাম। সেদিন প্রকাশ পায় ছবির পোস্টারও।

এই ছবিতেই বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। কিন্তু শেষপর্যন্ত তিনি বাদ পড়েন। সেই জায়গায় নেওয়া হয় নুসরাত ইমরোজ তিশাকে।

এতদিন বাদে তার সেই বাদ পড়ার ঘটনা প্রকাশ করে ক্ষোভ ঝাড়লেন জ্যোতিকা জ্যোতি। শুক্রবার (১৮ মার্চ) ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে সিনেমাটি নিয়ে শেষ পোস্ট দিয়ে জীবনের এই পর্বের ইতি টেনেছেন বলে উল্লেখ করেছেন তিনি। তিনি অধীর আগ্রহে ছবিটি দেখার অপেক্ষায় আছেন বলেও জানান।

জ্যোতি লেখেন, ‘পোস্টার রিলিজ হলো, শিগগিরই হয়তো মুক্তি পেতে যাচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ চলচ্চিত্র। জাতির পিতাকে নিয়ে এই চলচ্চিত্রটির জন্য অশেষ শুভকামনা থাকলো। খুব অপেক্ষায় আছি চলচ্চিত্রটি দেখার জন্য। যেহেতু একটু যোগসূত্র ছিল আমার এই সিনেমার সঙ্গে, তাই শেষ পোস্টটি দিয়ে জীবনের এই পর্বের ইতি টানছি।’

‘মূলত আমি আমার সাদৃশ্য খুঁজে পাই শেখ হাসিনা চরিত্রের সঙ্গে। গঠন এবং মানসিকতা দুইদিক থেকেই। আমার স্ট্রাগল, এটিচ্যুড, নাক, হাসি, মুখের আদল (যদিও এখন মুটিয়ে গেছে) যেন অনেকটাই মেলে। সেই প্রিপারেশন নিয়েই অডিশন দিতে গিয়েছিলাম শ্যাম বেনেগালের ‘মুজিব’ প্রজেক্টে।’

‘সেদিন অডিশন নিয়েছিলেন এই সিনেমার কাস্টিং ডিরেক্টর। তিনি আমাকে রেনু (বঙ্গমাতা) চরিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড় করালেন, পছন্দ করলেন। রাতে হোয়াটস আ্যাপে আরও কিছু ছবি চাইলেন। আমি সকালেই আমার এক ফটোগ্রাফার বন্ধুকে অনুরোধ করে বাসায় নিজেই রেডি হয়ে ছবি তুলে পাঠালাম। আমি জানলাম ওনারা রেনুকে পেলেন।’

‘এই ছবিগুলোই আপনারা অনেকে দেখেছেন অনলাইনে, পত্রপত্রিকায়। আবার অডিশনের ডাক পড়ল শ্যাম বেনেগালের সামনে। যদিও সেদিন অডিশনে না যাওয়ার জন্য কড়াভাবে আমাকে দূরে রাখা হয়েছিল অডিশনের বাংলাদেশি টেবিল থেকে। কিন্তু কাস্টিং ডিরেক্টর এবং ডিরেক্টর স্বয়ং যখন আমার নাম ধরে খুঁজছেন তখন আমাকে জানানো হলো। গিয়ে হাজির হলাম। সামনে পরিচালক শ্যাম বেনেগাল এবং এক টেবিল নতুন-পুরানো বাংলাদেশি আমলা। ভারত টিম হাসিমুখে আমাকে টিকমার্ক দিলেও, বাংলাদেশি টিমের মুখে সেই কলমের কালি যেন ছাই হয়ে ওড়ে পড়ল! কিছুদিনের মধ্যেই আমি বাদ পড়লাম।’

‘কান্নাভরা চোখ, রুদ্ধ গলা, কাঁপা কাঁপা বুক আর এলোমেলো পায়ে এই জাদুর শহরে আমি এদিক সেদিক ছুটলাম কিছুদিন। কোনো কিছুরই কুল কিনারা পাচ্ছিলাম না। এতটাই আপসেট ও মরিয়া হয়েছিলাম যে, ভেবেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো, অডিশনের ছবিগুলো দেখাবো। নিশ্চয়ই তিনি তার মাকে চিনে নেবেন।’

‘কিন্তু উনার কাছে এই কাজে যাওয়া কতটা সঠিক হবে বুঝতে পারছিলাম না। প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী, আমার শ্রদ্ধেয় সিনিয়র জানালেন এই চলচ্চিত্রের পুরো দায়িত্বে আছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তার সঙ্গে যোগাযোগ করতে। তিনি ভালো মানুষ, সঠিক সাজেশন দিতে পারবেন।’

‘কলিজা ভরা সাহস আর জেদ নিয়ে যোগাযোগ করলাম তার সঙ্গে। একগাদা অভিযোগ নিয়ে তার সামনে হাজির হলাম। আমার অডিশনের ছবি দেখে তিনিও বিস্মিত হলেন। আমার সঙ্গে ঘটে যাওয়া সবকিছুর জন্য সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করলেন। তিনি বললেন, অবশ্যই বিষয়টি দেখবেন। নেক্সট মিটিংয়ে আলোচনায় বিষয়টি তুলবেন।’

‘তিনি আরও জানালেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন একদম স্বাধীনভাবে পরিচালকের ওপর সব ছেড়ে দিতে। স্বাধীনভাবে কাজ করতে দিতে। তারপর আর কি বলবো। ঘাটে ঘাটে কত জল গড়ালো... আমলাতন্ত্রের কাছে হেরে গেল সব নির্দেশনা...ক্ষমতা!’

‘দুঃখ/মজার ব্যাপার হলো, এই সিনেমার শুটিং শুরুর ১৮ দিন আগে আবারও আমার সঙ্গে যোগাযোগ করা হলো, আবারো সিলেক্ট করা হলো। তিন দিন পর এগ্রিমেন্ট। পাঁচ দিন পর জানলাম আমি আবারো বাদ!!’

‘অডিশনের পর আবার দেখা হয়েছিল পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে। ১৬ ডিসেম্বর ২০২১। দ্বিতীয় বার সিলেকশন থেকে বাদ পড়ার পরও তার কারণ অজানা আমাকে যন্ত্রণা দিচ্ছিল। সাহস করে বলেই ফেললাম তাকে, জানতে চাইলাম কারণ। উনি বললেন, আমি নাকি সে সময় অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম! মানে তাকে বলা হয়েছিল আর কী!!!’

‘আমি আবারো দুঃখ ভুলে সোজা হলাম। আবারো নিজেকে বুঝালাম আমার জন্য যা বরাদ্দ দুনিয়াতে, তার বেশি আসলে হবে না। মাঝে শুধু একটু টানাপোড়েন! এখন আমি সামলে ওঠেছি। বরং মনে হচ্ছে, যা হয় ভালোর জন্যই হয়।’

ঢাকাটাইমস/১৯ মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :