ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল তিনে আর্জেন্টিনা

ক্রিড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২২, ১৮:১৭| আপডেট : ২৩ জুন ২০২২, ১৮:৪২
অ- অ+

ফিফা র‌্যাংকিং ২০২২-এ শীর্ষ স্থান দখল করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবারের আন্তর্জাতিক সূচিতে শতভাগ সাফল্যের সুবাদে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ব্রাজিলের। সম্প্রতি দুই ম্যাচ খেলে দুটিতেই দাপুটে জয় পাওয়া আর্জেন্টিনার অবস্থান এক ধাপ এগিয়ে এখন ৩।

সদ্য শেষ হওয়া হওয়া ফিফা আন্তর্জাতিক সূচিতে দলগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার সবশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবল সংস্থাটি। ব্রাজিল ও বেলজিয়ামের পর তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।

আন্তর্জাতিক ফুটবলের এবারের বিরতিতে মোট ২৮০টি ম্যাচ হয়েছে। এর ফলাফলের ভিত্তিতে র‌্যাঙ্কিংয়ের ২১১টি দেশের ১৭৭টির অবস্থান পরিবর্তন হয়েছে। তিনমাস আগে বেলজিয়ামকে টপকে শীর্ষে ওঠা ব্রাজিল এবার দুই ম্যাচের দুটিতেই জয় পেয়ে পয়েন্ট ব্যবধান আরো বাড়িয়েছে।

কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে শীর্ষ ফোভারিট দলের তালিকায় রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থানেও তাদের শক্তি-সামর্থ্যের প্রমাণ মেলে।

এদিকে উয়েফা নেশন্স লীগের চার ম্যাচের চারটিতেই পরাজিত হওয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের অবস্থান এক ধাপ পিছিয়ে চারে নেমেছে। পাঁচ নম্বরে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড। সেরা দশের পরের পাঁচ স্থানেই রদবদল হয়েছে।

র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে স্পেনের। বর্তমানে তাদের অস্থান ৬ নাম্বারে। এক ধাপ পিছিয়ে ইতালির রয়েছে সাতে। দুই ধাপ এগিয়ে আট নম্বরে নেদারল্যান্ডস, এক ধাপ পিছিয়ে পর্তুগাল ৯ নম্বরে ও ডেনমার্ক এক ধাপ এগিয়ে দশম স্থানে আছে।

শীর্ষ দশের কোটা থেকে বেরিয়ে গেছে মেক্সিকো। বর্তমানে তারা আছে ১২ নম্বরে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অবস্থান ১১তম।

বাংলাদেশের অবস্থান ১৯২ তম। প্রতিবেশি দেশ ভারতের অবস্থান রয়েছে ১০৪ এ।

(ঢাকাটাইমস/২৩জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা