বাসভাড়া কি কমবে? যা বলছেন এনায়েত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৮:৪৩ | প্রকাশিত : ৩০ আগস্ট ২০২২, ০৮:১৯

জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে সরকার। নতুন মূল্যে তেল বিক্রি শুরুর পর এখন বাসভাড়া নির্ধারণে বৈঠকে বসবে মালিক সমিতি ও বিআরটিএ।

মঙ্গলবার সকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত ঢাকা টাইমসকে বলেন, ‘গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। এখন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমেছে। তাই বাসভাড়া কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। এ নিয়ে শিগগির বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বসবে।’

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ১০৯ টাকা, কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা ও পেট্রল ১২৫ টাকা হবে। এ নতুন দাম সোমবার রাত থেকেই কার্যকর হয়েছে।

গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ৬ আগস্ট বাসভাড়া বাড়ানো হয়। নতুন ভাড়া অনুযায়ী আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটার ভাড়া ৪০ পয়সা বেড়ে দুই টাকা ২০ পয়সা হয়, যা ছিল এক টাকা ৮০ পয়সা। এছাড়া ঢাকাসহ সব মহানগরে চলাচলকারী বাসগুলোতে ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বেড়ে দুই টাকা ৫০ পয়সা করা হয়, যা ছিল দুই টাকা ১৫ পয়সা। তবে পরিবহণগুলোর বিরুদ্ধে এর থেকেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে। ভাড়া নিয়ন্ত্রণে বিআরটিএ’র পক্ষ থেকে প্রায় প্রতিদিন অভিযান চালানো হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :