১৯৬৯ সালের পর এই প্রথম নির্বাচনে হারলেন মাহাথির

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১২:৪৯ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০২২, ১২:০৭

আধুনিক মালয়েশিয়ার রূপকার খ্যাত দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নির্বাচনে হেরেছেন। শুধু তাই নয়, পেজুয়াং পার্টির প্রধান মাহাথির কম সংখ্যক ভোট পাওয়ায় হারিয়েছেন জামানতও।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রবীণ রাজনীতিক এ নিয়ে দ্বিতীয় বার নির্বাচনে হারলেন। এর আগে মাহাথির ১৯৬৯ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ইউসুফ রাজার কাছে হেরেছিলেন।

লংকাবির হলিডে আইল্যান্ড সংসদীয় আসনে মাহাথির ভোট পেয়েছেন মাত্র চার হাজার ৫৬৬। পেরিকাতান ন্যাশনাল দাতুক পার্টির সুহাইমি আব্দুল্লাহ ২৫ হাজার ৪৬৩ ভোট পেয়ে এই আসনে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোটের বিচারে ওই আসনে ক্রমানুসারে চতুর্থ হয়েছেন মাহাথির।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা মাহাথির মালয়েশিয়াকে বদলে দিয়েছেন আমূল। দুই দশকের বেশি সময় ধরে তার শাসনামলে মালয়েশিয়া ব্যাপক উন্নতি করে।

২০১৮ সালে ৯২ বছর বয়সে পুনরায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির। তবে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতনের পাশাপাশি মাহাথিরও পদত্যাগ করেন।

সবশেষ নির্বাচনে তার নিজের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন মাহাথির। মালয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি এখনো তোমাদের পাশে আছি এবং কথাও বলছি।’

(ঢাকাটাইমস/২০নভেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :