অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: অস্ট্রেলিয়ার দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে লড়ছে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬

তিন মাসের মাথায় আবারও ক্রিকেটের মহারণের ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। তবে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে চলছে দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচ। সেখানে অস্ট্রেলিয়ার দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে ভারত।

রবিবার দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরে যান অজি ওপেনার শ্যাম কনসটাস। রাজ লিম্বানির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপর ওয়ানডাউনে নামা অজি অধিনায়ক হাগ উইবগিনকে নিয়ে সতর্কভাবে এগোতে থাকেন আরেক ওপেনার হ্যারি ডিক্সোন। এ জুটি গড়েন ৭৮ রানের মাঝারি পার্টনারশিপ। ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে যান অধিনায়ক হাগ উইবগিন। দলীয় রান তখন ৯৪। এর সঙ্গে মাত্র ৫ রান যোগ হতে ফিরে যান ওপেনার হ্যারি ডিক্সোনও। তিনি করেন ৪২ রান।

এরপর চার নম্বরে নেমে হাল ধরেন হারজাস সিং। তিনি অস্ট্রেলিয়া দলের একমাত্র ব্যাটার, যিনি আজকের ম্যাচে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। হারজাস আউট হন ব্যক্তিগত ৫৫ রানে। এছাড়া ওরিভার পিকে ৪৬, রায়ান হিক ২০ এবং চার্লি অ্যান্ডারসন ১৩ রান করেন।

শেষমেশ নির্ধারিত ৫০ থেকে ২৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। তার জন্য উইকেট খরচ করতে হয়েছে সাতটি।

এখন ২৫৪ রানের লক্ষ্যকে তাড়া করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে। বর্তমানে ব্যক্তিগত ১৮ রানে ক্রিজে আছেন ওপেনার আদর্শ সিং। অন্য প্রান্তে ৩ রান নিয়ে ব্যাট করছেন শচিন দাশ।

এ পর্যন্ত পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে তাদের হেক্সা পূর্ণ হবে। অর্থাৎ, ভারতীয়দের ঘরে যাবে ছয়টি বিশ্বকাপ। অন্যদিকে অস্ট্রেলিয়া জিতলে তাদের শিরোপা হবে চারটি। এর আগে তিনবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে তারা।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :