শুধু ভালো ক্রিকেট নয়, আমাদের স্মার্ট হতে হবে: লিটন দাস

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ০৯:১৮
অ- অ+

‘শুধু ভালো ক্রিকেট নয়, মাঠে স্মার্ট হতে হবে আমাদের’। হ্যাঁ এমনটাই বললেন, বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

আজ বুধবার পাকিস্তানের লাহোরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের আগে দুই দলের চিত্র পুরোপুরি ভিন্ন। আরব আমিরাতের মতো ছোট দলের কাছে সিরিজ হেরে পাকিস্তান সফরে এসেছে বাংলাদেশ। অন্যদিকে সদ্য ঘরোয়া ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট পিএসএল শেষ করায় পাকিস্তানের ক্রিকেটাররা বেশ উৎফুল্ল।

এই পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে হলে অবশ্যই বাংলাদেশকে অনেক ঘাম ঝরাতে হবে। সংবাদ সম্মেলনে সেটিই বলেছেন অধিনায়ক লিটন দাস।

টাইগার অধিনায়ক বলেন, ‘পিএসএলে আমরা যেমন দেখেছি, এখানের কন্ডিশন একই। হাই স্কোরিং ম্যাচ হয় এখানে। তাই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। শুধু ভালো ক্রিকেট নয়, মাঠে স্মার্ট হতে হবে আমাদের।’ ‘আরব আমিরাতে আমরা তিন ম্যাচ খেলেছি। প্রতিটিতে দ্বিতীয় ইনিংসে এটি (শিশিরের প্রভাব) মনে হয়েছে। ওই সব ম্যাচে শিশির মূল ফ্যাক্টর ছিল। তবে আমি জানি না, লাহোরে শিশির পড়ে কি না। অনুশীলনে আমরা কোনো শিশির দেখিনি। দেখা যাক।’

আমিরাতের বিপক্ষে সিরিজ হারায় বাংলাদেশ দলের কঠোর সমালোচনা করেছেন ভক্তরা। বিষয়টি স্বাভাবিক বলেই মেনে নিয়েছেন লিটন।

তিনি বলেন, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো নরমাল জিনিস। তবে আমাদের সবারই চেষ্টা থাকে ভালো ক্রিকেট কীভাবে খেলার এবং আমরা জানি কোথায় কী ভুল করেছি। আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন এখানে পুনরাবৃত্তি না হয়। আমার মনে হয়, আমরা খুব ভারসাম্যপূর্ণ দল। ভালো ম্যাচ উপভোগ করব।’

এই সিরিজ নিয়ে লিটন বলেন, ‘সিরিজের প্রত্যাশা আমার একটাই যে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ধারাবাহিক ও দলগত পারফরম্যান্সের গুরুত্ব দিয়ে টাইগার কাপ্তান বলেন, ‘অবশ্যই এই দলে আমাদের ব্যাটিং রোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমিও সেটা জানি। আমি চেষ্টা করব যেন পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার দলে অনেকগুলো ব্যাটসম্যান আছে যারা সম্প্রতি খুব ভালো ফর্মে আছে। আমার মনে হয় না, টি-টোয়েন্টি শুধু একজনের খেলা। আমরা যদি ব্যাটিং ইউনিট দলগতভাবে ভালো করতে পারি, আমাদের ফল আসার সম্ভাবনা আছে।’

আজ লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের ১ম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

(ঢাকাটাইমস/২৮মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টি-টোয়েন্টি সিরিজ: হার দিয়ে পাকিস্তান সফর শুরু টাইগারদের
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
বাবর-শাহিন-রিজওয়ানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ইমনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা