উত্তরায় আগুন: পুড়েছে ১৬টি দোকান, ১২টি গরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ১৬:১৭| আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৯:১৬
অ- অ+

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কাঁচা বাজারের পাশে ফার্নিচার মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি দোকান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের যে অংশে আগুন লেগেছে, সেটা ফার্নিচার মার্কেট হিসেবে পরিচিত। টিন, কাঠ, বেড়া দিয়ে বানানো ১৬টি দোকান ঘর পুড়ে গেছে। রাত আনুমানিক দেড়টার সময় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এবং দুইটার দিকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

তারা জানান, কাপড় পর্দা ও ফার্নিচারের দোকান হওয়ায় আগুন দ্রুততম সময়ের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় কাঁচা বাজারের পাশে থাকা মাংসের দোকানে ১২টি গরু, শতাধিক ছাগল এবং বেশ কিছু পোল্ট্রি মুরগির পুড়ে যায়।

রাকিব হাসান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন লাগার সময় ঘটনাস্থলের পাশে অবস্থান করেছিলেন। রাত ২ টার দিকে আগুনের আজ যখন তার পায়ে লাগে তখন তিনি অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝতে পারেন। এবং দ্রুত ছুটি নিয়ে গরুর রশি কাটতে বের হন। কিন্তু আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ায় তিনি কোন গরুকে বের করতে পারেনি।

জানতে চাইলে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, সোমবার রাত ২টার পর ওই বাজারের পাশে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌনে ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।

আলম হোসেন বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে আসবাবপত্রের দোকান ছাড়াও পর্দার দোকান, খাবার হোটেল, পোল্ট্রির দোকান রয়েছে।

উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশনের নয়টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ঢাকাটাইমস/১২মার্চ/টিএ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা