কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৪:৫১ | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১৪:৩৯

কলকাতা বিমানবন্দরে চলল গুলি। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বিমানবন্দর চত্বর। পর মুহূর্তেই জানা যায়, নিজের কাছে থাকা রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থাকা এক সিআইএসএফ জওয়ান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটের টাওয়ার থেকে গুলির শব্দ শোনা যায়। সকাল সকাল এমন আওয়াজে স্বভাবতেই সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে। ছোটাছুটি শুরু করেন অন্যান্য জায়গায় মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানরা। কয়েকজন সিআইএসএফ কর্মী ছুটে যান পাঁচ নম্বর গেটে। সেখানে গিয়ে দেখেন কর্মরত সিআইএসএফ-এর এক কর্মী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন। পরবর্তীতে তাকে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ বলছে, মৃতের নাম সি বিষ্ণু (২৫)। নিজের এসএলআর রাইফেল গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। তার বাড়ি তেলেঙ্গানায়। ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন তিনি। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

(ঢাকাটাইমস/২৮মার্চ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :