রাস্তায় অজ্ঞান রাইড শেয়ারিং চালক, শুশ্রূষা শেষে হাসপাতালে পাঠালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৪, ১২:৩৬

হাসিবুর রহমান (৩২)। জীবিকার তাগিদে বরিশাল থেকে ঢাকায় এসেছেন প্রায় এক বছর। ইট-পাথরের এই শহরে মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন।

রাইড শেয়ারিংয়ের যাত্রী নিয়ে বুধবার রাজউক ক্রসিংয়ে আসেন হাসিবুর। সেখানে যাত্রী নামিয়ে তিনি হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। এমন পরিস্থিতিতে এক মুহূর্ত দেরি না করে রাইড শেয়ারিং চালকের কাছে ছুটে যান পাশেই দায়িত্ব পালন করা ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের পুলিশ সদস্য মোহাম্মদ মাহবুব রশিদ। দেখেন, তার বাম পা ও বাম হাত অর্থাৎ শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। কোনোভাবেই তিনি দাঁড়াতে পারছিলেন না।

এ অবস্থায় পুলিশ সদস্য মাহবুব তৎক্ষণাৎ অন্য পথযাত্রীর সহায়তায় হাসিবুরকে নিয়ে আসেন ট্রাফিক পুলিশ বক্সে। সেখানে তার মাথায় পানি দেন এবং একজন নার্স ডেকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় মাহবুব একটি অ্যাম্বুলেন্স ডাকেন ও হাসিবুরের আত্মীয়-স্বজনকে খবর দেন। অ্যাম্বুলেন্সটি আসা মাত্রই তাকে অ্যাম্বুলেন্সযোগে আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ঘটনায় হাসিবুরের ছোট ভাই রিফাত ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। বৃহস্পতিবার এই প্রতিবেদককে জানিয়েছেন, তার ভাই এখন অনেকটা সুস্থ ও তাকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শইমী ইমতিয়াজ জানান, মহানগরীতে সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করার পাশাপাশি সব সময় সম্মানিত মহানগরবাসীর প্রতি এ ধরনের মানবিক দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্য।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএম/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :