মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৬:৩৫ | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ১৬:১২
ফাইল ছবি

মাওলানা মামুনুল হকের মুক্তির জন্য নির্বাচনের আগ থেকে সরকারকে চাপে রেখেছিল হেফাজত ইসলাম। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কয়েক দফায় বৈঠক হলেও সমাধান মেলেনি।

সবশেষ ঈদের আগে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মামুনুল হককে মুক্তির আশ্বাস দিয়েছিলেন। সেই কথা এবার রাখতে যাচ্ছে সরকার বলে আভাস দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা।

খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পেতে পারেন বলে সোমবার হেফাজতের কয়েকজন নেতা ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন। তবে এ বিষয় নিয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি তারা।

হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘আশা করা যাচ্ছে খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পাবেন।’

এর আগে গত ১১ মার্চ হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতের শীর্ষ নেতারা। সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে হওয়া এই বৈঠকে মামুনুল হকের মুক্তির আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই সময় বৈঠকের বরাত দিয়ে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ঢাকা টাইমসকে বলেছিলেন, ‘বৈঠকে আমি উপস্থিত ছিলাম না। কিন্তু বৈঠক সম্পর্কে আমি অবগত আছি। ওখানে সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগে মামুনুল হকের মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা না হলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।’

১১ মার্চের বৈঠকের নেতৃত্ব দেওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ঢাকা টাইমসকে বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। ঈদের আগে আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।’

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/টিআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :