বাবাকে হারিয়ে বাকরুদ্ধ শাফিন আহমেদের ছেলে

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১৫:০০| আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৫:১৩
অ- অ+

না ফেরার দেশে চলে গেছেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের মেইন ভোকাল শাফিন আহমেদ। জনপ্রিয় এ সংগীতশিল্পী ও সুরকারের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার ছেলে আযরাফ ওজি। শুধু কাঁদছেন তিনি, বলছেন না কথা।

দেশের গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন শাফিন আহমেদের মামাতো বোন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। তিনি জানান, ‘বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই কেঁদে চলেছে ওজি। সে বাকরুদ্ধ হয়ে পড়েছে। কোনো কথাই বলছে না, শুধু কাঁদছে।’

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বহু সুপারহিট গানের গায়ক শাফিন আহমেদ। মামাতো বোন রুবাবা জানান, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল।

তিনি আরও জানান, ২০১৯ সালে কক্সবাজারে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে প্রথম হার্ট অ্যাটাক হয় শাফিনের। তখনও তার অবস্থা গুরুতর ছিল। সিসিইউতে ভর্তি ছিলেন এবং বুকে পেসমেকার বসানো হয়। এমনকি তার শরীরে সেসময় কোনো পালস না পাওয়ায় ইলেকট্রিক শক্ড পর্যন্ত দিতে হয়েছিল।

সে যাত্রায় বেঁচে গেলেও এবার আর ফিরলেন না। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকায় ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

জানা গেছে, শাফিন আহমেদের মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে। এরইমধ্যে আমেরিকার ভার্জিনিয়ায় পৌঁছেছেন গায়কের স্ত্রী রুমানা দৌলা। এই দম্পতির দুই সন্তান। ছেলে আযরাফ ওজি এবং মেয়ে রানিয়া সাফা আহমেদ।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি শাফিন আহমেদের জন্ম হয় কলকাতায়। সংগীতের দুই কিংবদন্তি ব্যক্তিত্ব কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের কনিষ্ঠ পুত্র তিনি। তারা তিন ভাই। বড় ভাই হামিন আহমেদও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য। আরেক ভাই তাহসিন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা