নোয়াখালীতে ৬ মামলায় ৪৯ জামায়াত-বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার
শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম করায় নোয়াখালীর বিভিন্ন থানায় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৪৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের বা কাউকে আটক করেনি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ৩২জন, জামায়াতের ১১জন ও শিবিরের ৬জন নেতাকর্মী রয়েছে। এদিকে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে আমাদের বিরুদ্ধে কয়েকটি গায়েবি মামলা দিয়ছে পুলিশ। কোনো ঘটনা না ঘটলেও অহেতুক মামলা দিয়ে আমাদের লোকজনকে হয়রানি করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সুধারাম থানায় দুটি, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল থানায় একটি করে মোট ছয়টি মামলা করা হয়েছে। জেলায় সব ধরনের অপতৎপরতা বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
ঢাকাটাইমস/০২আগস্ট/পিএস