বাংলাদেশে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান অবশ্যম্ভাবী: মুজিবুর রহমান মঞ্জু

বিশেষ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৪:৩০ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, ১৩:১৯

বাংলাদেশের রাজনীতিতে ‘থার্ড ফোর্স’ বা ‘তৃতীয় শক্তির’ আলাপ নতুন কিছু নয়। আওয়ামী লীগ ও বিএনপি বাদে অন্য কোনো দলের সরকার গঠন প্রশ্নে এই তৃতীয় শক্তির কথা সামনে আসে। ক্ষমতার পালাবদলের মধ্যে এখন আবার নতুন করে এ বিষয়ে জোরালো আলোচনা চলছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যে ‘রাজনৈতিক সংকট’ তৈরি হয়েছে, তাতে ‘তৃতীয় শক্তির উত্থান অবশ্যম্ভাবী’ বলেই মনে করেন এবি (আমার বাংলাদেশ) পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।

গত ১৯ আগস্ট হাইকোর্টের আদেশের দুদিন পর ২১ আগস্ট মঞ্জুর দল এবি পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক করে ২০২০ সালে জন্ম নেওয়া দলটি প্রতীক পেয়েছে ‘ঈগল’।

মুজিবুর রহমান মঞ্জু ঢাকা টাইমসকে বলেন, ‘এবি পার্টি একটা বিশেষ সময়ে গঠিত হয়েছে। আমরা যখন দল গঠন করেছি তখন ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ছিল, গণতান্ত্রিক স্পেস ছিল না, অনেক সন্দেহ-সংশয় ছিল। তখন কেউ মনে করেছে আমরা সরকারেরই প্রেট্রোনাইজ একটা দল, আবার কেউ মনে করল জামায়াত সংকটে পড়ায় আমরা বের হয়ে এসেছি।’

‘কিন্তু আমরা শুরু থেকেই বলেছি, আমাদের দল একটা নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছে। আমরা স্পষ্ট করে বলেছি একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে এই দেশটাকে গঠন করার জন্য আমরা দল গঠন করেছি। কোনো মতবাদ, মতাদর্শ বা ধর্মীয় মতাদর্শ লালন না করে সকল ধর্মের প্রতি সম্মান রেখে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যেই আমাদের যাত্রা।’

এবি পার্টি যে কথা শুরু থেকেই বলে আসছে, তা এখন ছাত্ররাও বলছেন দাবি করে দলটির সদস্য সচিব মঞ্জু ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা যে কথাগুলো বলেছি, অধিকারভিত্তিক রাষ্ট্র ও রাষ্ট্র মেরামতের চিন্তা... সে কথাগুলো কিন্তু এখন ছাত্ররাও বলছেন। যেই ছাত্ররা ব্যাপকভাবে আন্দোলন করেছেন, তারা সবাই কিন্তু রাষ্ট্র মেরামত এবং অধিকারভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার কথাই বলছেন, যা আমাদেরও কথা।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘এই চিন্তা আমরা সমসাময়িক যতগুলো দল যারা কাজ শুরু করেছি, এছাড়াও কোটা সংস্কার আন্দোলন, এটা কিন্তু অধিকারভিত্তিক একটি আন্দোলন। নিরাপদ সড়কের আন্দোলনের সময়ও ছাত্ররা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তো এই বিষয়গুলো আমাদেরকে কিছুটা হলেও অনুপ্রাণিত করেছে।’

কোনো ব্যক্তিকে গুরুত্ব দিতে গিয়ে বিভেদের রাজনীতি চর্চার প্রসঙ্গ টেনে এবি পার্টির সদস্য সচিব বলেন, ‘কখনও আমরা বলছি শহীদ জিয়ার আদর্শ, কখনও বলছি জাতির পিতার আদর্শ, কখনও বলছি সমাজতান্ত্রিক আদর্শ, কখনও বলছি বিভিন্ন ধর্মীয় মতবাদমূলক রাষ্ট্র, তো এটা একটা বড় বিভেদ তৈরি করছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করছে না।’

‘কিন্তু যখন জনঅধিকারের প্রশ্নটা আসে তখন সবাই ঐক্যবদ্ধ হয়। সেই জায়গাটার ধারণা আমাদের মাথায় কাজ করেছে। এরপর আমরা বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখেছি, ইউরোপ-আমেরিকায় রাজনৈতিক দলগুলো মানুষের সমস্যাগুলো সমাধানের কথা বলে। জনসমস্যার সমাধানভিত্তিক রাজনীতিকেই আমরা (এবি পার্টি) সামনে আনার চেষ্টা করছি।’

এখন যে জেনারেশন জেড বা জেন-জি তারা সমাধানমূলক রাজনীতিকে অগ্রাধিকার দেবে বলেও মনে করেন ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে এসে একটি দলের অন্যতম প্রতিষ্ঠাতা হওয়া মুজিবুর রহমান মঞ্জু।

তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা মনে করি যেটাকে বলা হচ্ছে জেনারেশন জেড, এই জেনারেশন সল্যুশন বেইজড পলিটিক্স চাইবে। আমরা মনে করি, আমরা একটি নতুন এবং অগ্রসরমান দল। আমাদের দলের যে কনসেপ্ট, এটা আজকে পপুলার হয়েছে।’

‘আমরা এই প্রথম নতুন সংস্কারমূলক রাষ্ট্রব্যবস্থার জন্যই, আমরা মনে করি এবি পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে এবং আরও পপুলার হবে। হ্যাঁ, এই ধারণা নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হলে অবশ্যই আমাদের রাষ্ট্রক্ষমতায় যেতেই হবে। আর সেই পথ হচ্ছে নির্বাচন। কিন্তু এখন আমরা এমন অবস্থার মধ্যে আছি, রাষ্ট্র সংস্কার হতে যথেষ্ট সময়ও লাগবে।’

এবি পার্টি নিবন্ধন পাওয়ার পর অনেকেই যোগাযোগ করছেন জানিয়ে দলটির সদস্য সচিব মঞ্জু ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা নিবন্ধন পাওয়ার পর অনেক সম্ভাবনাময় লোকেরা, আগে যারা রাজনীতির প্রতি অনীহা দেখাতেন কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছেন তারা যোগাযোগ করছেন। আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যাবো। এবি পার্টির চেষ্টা থাকবে প্রত্যেক আসনেই প্রার্থী দেওয়ার। তবে ভবিষ্যৎ পরিস্থিতির ওপরই সবকিছুই নির্ভর করবে।’

(ঢাকাটাইমস/২৬আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলী আযম যেসব কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে

অসীম সাহসিকতায় তারা লড়েছেন, এখন ভাসছেন প্রশংসায়

সেবাপ্রার্থী প্রবাসীদের পদে পদে হয়রানি, ওমানে বাংলাদেশ দূতাবাসে বেপরোয়া ‘মৌসুমি সিন্ডিকেট’

ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি: জরুরি বিভাগে চিকিৎসাহীন বসে আছেন ক্যান্সার আক্রান্ত রোগী

সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের যে কাণ্ড এখনো আলোচনায়

বেতন আর কত! হাজার কোটির সম্পদ সেই ডিবি হারুনের!

‘হ য ব র ল’ ঢাকা বিশ্ববিদ্যালয়

আড়াই বছর দুশ্চিন্তার জীবন, চাকরি ফেরত চেয়ে আবারো দুদকে আবেদন শরীফের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে কয়েক ধাপ এগোলেন উপদেষ্টা নাহিদ ও আসিফ, শুধুই কি চমক না-কি ইঙ্গিতবাহী

আগের ফিটলিস্ট থেকে ডিসি না করার সিদ্ধান্ত, নিরপেক্ষ তালিকা থেকেই বিভাগীয় কমিশনার

এই বিভাগের সব খবর

শিরোনাম :