অক্টোবরে দেখা যাবে পরীমনির ‘রঙিলা কিতাব’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০

কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। চিত্রনাট্য করেছেন নির্মাতা ও আশরাফুল আলম শাওন। এতে অভিনয় করেছেন আলোচিত নায়িকা পরীমনি।

আগামী অক্টোবরেই ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পাবে। বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজে ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টার শেয়ার করে এ তথ্য জানানো হয়েছে।

‘রঙিলা কিতাব’-এ পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ কয়েকজন। সিরিজটির শুটিং হয়েছে বরিশাল, ঝালকাঠি, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়।

যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। একে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরীমনিকে।

এই সিরিজ পরীমনির কাছে গুরুত্বপূর্ণ ছিল বলে বিভিন্ন সময়ে বলেছেন এই নায়িকা। মাতৃত্বকালীন বিরতি শেষে গত বছরের অক্টোবরে ‘রঙিলা কিতাব’ টিমের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। সেসময় গণমাধ্যমে পরীমনি বলেছিলেন, এই সিরিজের সুপ্তি চরিত্রটি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে। আশা করছি ‘রঙিলা কিতাব’ রিলিজ হলে সবার ভালোবাসা পাবো। কী অসাধারণ একটা টিমের সাথে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ।

এর আগে গত ৮ আগস্ট সিরিজটি মুক্তির কথা থাকলেও সেসময় বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায় প্রয়োজনা প্রতিষ্ঠান।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :