বকেয়া পূরণে চারদিনের আলটিমেটাম আদানির
বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে বকেয়ার প্রায় ৮৫০ মিলিয়ন ডলার আদায়ে আলটিমেটাম দিয়েছে ভারতের আদানি গ্রুপ। আগামী ৭ নভেম্বরের মধ্যে এই বকেয়া পরিশোধ করা না হলে তারা বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করবে বলে বাংলাদেশকে জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৩১ অক্টোবর নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল।
কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি। এছাড়া বাংলাদেশে সরকার পরিবর্তন ও ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে তারা।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় করা ২৫ বছর মেয়াদি চুক্তির আওতায় আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) বিদ্যুৎ দিচ্ছে।
২০২৩ সালের মার্চ থেকে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে এই বিদ্যুৎ বাংলাদেশে আসছে।
তবে স্থানীয় বাজারের চেয়ে বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে। ২০১৭ সালে ওই চুক্তি করার ক্ষেত্রে দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়েছিল কি না তা নিয়েও অভিযোগ কম নয়।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, শুক্রবার আদানির ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট বাংলাদেশে এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।
(ঢাকাটাইমস/০৩নভেম্বর/ডিএম)
মন্তব্য করুন