এক বছর পর ইনজুরি থেকে ফিরে আবারও মাঠের বাইরে নেইমার, ক্লাবে অনিশ্চিত ভবিষ্যৎ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৪:০৬
অ- অ+

ইনজুরির সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যেনো গভীর বন্ধুত্ব। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন। গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে প্রত্যাবর্তন হয় তার।

কিন্তু বিধি বাম। মাঠে ফেরার পর দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৪৭ মিনিট খেলেই ফের চোটের কবলে পড়েছেন নেইমার। যে চোটে ফের মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। সেই সঙ্গে ক্লাবে তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত সোমবার (৫ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব ইস্তেঘলালের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় আল হিলাল। এই ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন নেইমার। কিন্তু ৮৭ মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। প্রাথমিকভাবে চোটটা হালকা মনে হলেও পরীক্ষানিরীক্ষায় পাওয়া ফল ভিন্ন কথা বলছে। আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া নেইমারকে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বুধবার (৬ নভেম্বর) আল হিলাল নিশ্চিত করেছে, নেইমারের মাঠে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।

আল হিলালের কোচ জর্জে জেসুস বুধবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে নেইমারের চোটের বিষয়ে বলেন, 'দুর্ভাগ্যবশত এটা সরল ইনজুরি নয় এবং সে মাংসপেশীর ব্যথায় কাতর এবং এটা হাঁটুর সমস্যা নয়।'

নেইমার অবশ্য তার সমর্থকদের আশ্বস্ত করে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন। এই ব্রাজিলিয়ান লিখেছেন, 'আশা করি, এটা বড় কিছু নয়...এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।'

এদিকে সৌদি আরবের গণমাধ্যমে গুঞ্জন দানা বেঁধেছে যে, আল হিলাল হয়তো নেইমারকে সৌদি প্রো লিগের দ্বিতীয় অংশের জন্য নিবন্ধন করবে না। ২০২৫ সালের জুনে নেইমারের সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হবে।

২০১৩ সালের আগস্টে ৯০ মিলিয়ন ডলারের বিনিময়ে পিএসজি থেকে নেইমারকে দলে ভেড়ায় নেইমার। এরপর সৌদি লিগের ১৯ বারের চ্যাম্পিয়নদের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। সম্প্রতি মাঠে ফিরলেও এই মৌসুমের প্রথমার্ধের জন্য তালে লিগে নিবন্ধন করেনি আল হিলাল। যে কারণে সৌদি আরবের ঘরোয়া লিগে খেলতে পারবেন না তিনি। লিগটির নিয়মানুযায়ী, ঘরোয়া প্রতিযোগিতার জন্য ১০জনের বেশি বিদেশি খেলোয়াড় রাখা যাবে না। কিন্তু মহাদেশীয় প্রতিযোগিতায় যতজন ইচ্ছা বিদেশি খেলানো যায়।

জানুয়ারিতে শীতকালীন দলবদলের উইন্ডো খুলবে। সে সময় আল হিলাল আরও একজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে। কিন্তু সেই খেলোয়াড়টি নেইমার নাও হতে পারেন।

(ঢাকাটাইমস/ ০৫ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা