২০২৬ ফিফা বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত: কে কোন গ্রুপে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৩
অ- অ+

চলছে ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। তবে লাতিন কিংবা এশিয়ান অঞ্চলে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শুরু হলেও ইউরোপ অঞ্চলে এখনও শুরু হয়নি এর লড়াই। ইউরোপিয়ান দলগুলো ব্যস্ত ছিল নেশন্স লিগের লড়াইয়ে। শেষ পর্যন্ত ২০২৪ সালের ডিসেম্বর মাসে এসে হলো বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ড্র।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে অবশ্য অনেক হেভিওয়েট দল এখনও গ্রুপ পায়নি। নেশন্স লিগের ফলাফলের ওপর নির্ভর করছে অনেক দলের ভাগ্য।

২০২৬ বিশ্বকাপের জন্য অনান্য মহাদেশের বাছাইপর্ব শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু ইউরোপ অঞ্চলে নেশন্স লিগ চলমান থাকায় বাছাই শুরুতে একটু দেরি হচ্ছে। এই টুর্নামেন্টের কারণেই ড্রয়ের পরেও গ্রুপ পায়নি অনেক দল। নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের পর চূড়ান্ত হবে কয়েকটি দলের চূড়ান্ত গ্রুপ।

একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যেতে পারে। নেশন্স লিগের কোয়ার্টারে জার্মানি যদি ইতালিকে হারায়, তারা গ্রুপ এ-তে চলে যাবে। সেখানে তাদের সঙ্গী হবে স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গ। আর যদি জার্মানি ইতালির কাছে হারে, তবে তারা আই গ্রুপে চলে যাবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া এবং মলদোভা। স্পেন-নেদারল্যান্ডস, ফ্রান্স-ক্রোয়েশিয়া, পর্তুগাল-ডেনমার্কদের ক্ষেত্রেও বিষয়টি একই।

আটটি গ্রুপের আটটি দল চূড়ান্ত না হলেও বাকি চার গ্রুপের সবগুলো দলই চূড়ান্ত হয়েছে ড্রতে। ৬৬'র চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে কে গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া ও অ্যান্ডোরা। গ্রুপ জে'তে আছে বেলজিয়াম, ওয়েলস, উত্তর ম্যাসিডোনিয়া, কাজাখস্তান ও লিখটেনস্টেইন। গ্রুপ বি'তে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন, স্লোভেনিয়া ও কসোভো। এছাড়া গ্রুপ এইচে আছে অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সাইপ্রাস এবং সান মারিনো।

১২টি গ্রুপের সব গ্রুপে অবশ্য সমান প্রতিপক্ষ নেই। ছয়টি গ্রুপ সাজানো হয়েছে চারটি করে দল নিয়ে। অন্য ছয়টি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে দল। যারা রাউন্ড বরিন পদ্ধতিতে খেলবে হোম ও অ্যাওয়ে ম্যাচ। গ্রুপের শীর্ষ দল সরাসরি টিকিট পাবে বিশ্বকাপের মূলপর্বের। রানার্সআপ দলগুলো খেলবে প্লে-অফ। অর্থাৎ ৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে টিকেট পাবে ইউরোপের ১৬টি দেশ।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের তারিখও ঘোষণা করেছে উয়েফা। বাছাইপর্বের ম্যাচগুলো হবে আাগমী বছরের ২১-২৫ মার্চ, ৬-১০ জুন, ৪-৯ সেপ্টেম্বর, ৯-১৪ অক্টোবর এবং ১৩-১৮ নভেম্বর। প্লে অফ হবে ২০২৬ সালের ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত। একই বছরের ১১ জুন মেক্সিকো সিটিতে শুরু হবে বিশ্বকাপ। নিউ জার্সিতে ফাইনাল ১৯ জুলাই । গ্রুপ এ: জার্মানি/ইতালি (নেশন্স লিগের ম্যাচ জয়ী দল), স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ।

গ্রুপ বি: সুইজারল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া ও কসোভো।

গ্রুপ সি: পর্তুগাল/ডেনমার্ক (নেশন্স লিগের ম্যাচ পরাজিত দল), গ্রিস, স্কটল্যান্ড ও বেলারুশ। গ্রুপ ডি: ফ্রান্স/ক্রোয়েশিয়া (নেশন্স লিগের ম্যাচ জয়ী দল), ইউক্রেন, আইসল্যান্ড ও আজারবাইজান। গ্রুপ ই: স্পেন/নেদারল্যান্ডস (নেশন্স লিগের ম্যাচ জয়ী দল), তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া। গ্রুপ এফ: পর্তুগাল/ডেনমার্ক (নেশন্স লিগের ম্যাচ জয়ী দল), হাঙ্গেরি, আয়ারল্যান্ড ও আর্মেনিয়া। গ্রুপ জি: স্পেন/নেদারল্যান্ডস (নেশন্স লিগের ম্যাচ পরাজিত দল), পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া ও মাল্টা।

গ্রুপ এইচ: অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সাইপ্রাস এবং সান মারিনো।

গ্রুপ আই: জার্মানি/ইতালি (নেশন্স লিগের ম্যাচ পরাজিত দল), নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া ও মলদোভা।

গ্রুপ জে: বেলজিয়াম, ওয়েলস, নর্থ মেসিডোনিয়া, কাজাখস্তান ও লিখটেনস্টেইন।

গ্রুপ কে: ইংল্যান্ড, সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া ও অ্যান্ডোরা।

গ্রুপ এল: ফ্রান্স/ক্রোয়েশিয়া (নেশন্স লিগের ম্যাচ পরাজিত দল), চেক প্রজাতন্ত্র, মন্টিনিগ্রো, ফারাও আইল্যান্ড ও জিব্রাল্টার।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা