নোয়াখালীর হাতিয়ায় দিনে-দুপুরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৯| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৪
অ- অ+

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় দিনে-দুপুরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ওই বাড়ির শাহাদাত মোল্লার ঘর থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাতিয়ার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরকৈলাশ এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শাহাদাত মোল্লা বলেন, সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকালে নিজের স্ত্রীকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান তিনি। প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্ত্রীকে নিয়ে বের হয়ে যান তিনি। এসময় ঘরে তার শালার ১০ বছর বয়সী মেয়ে সামিয়া একা ছিল।

প্রত্যক্ষদর্শী সামিয়া বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঘরের সামনের দরজা দিয়ে আটজন মানুষ ভেতরে প্রবেশ করে। তাদের সবার মুখ বাঁধা ছিল। এসময় ডাকাতরা তাকে চুপ থাকার জন্য বলে এবং চিৎকার করলে মেরে ফেলবে বলে ধমক দেয়। পরে তাদের মধ্যে কয়েকজন ঘরের আলমারি ভেঙে এবং সকল জিনিসপত্র তচনচ করে স্বর্ণ ও টাকা নিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন শংকা প্রকাশ করে বলেন, এভাবে কোনো বাড়িতে দিনে দুপুরে চুরি বা ডাকাতি হওয়ার বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলার এমন অবনতি ঘটলে মানুষ কিভাবে নিরাপদে থাকবে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা