নোয়াখালীর চাটখিলে ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি

‘নিরাপদ হোক রক্তদান–আপনার রক্তে বাঁচুক প্রাণ' এই প্রতিপাদ্যে নোয়াখালীর চাটখিল উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তগাঁও ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সপ্তম বর্ষপূর্তি জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাটখিল উপজেলার সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে নব জাগরণের সপ্তম বর্ষ শেষে অষ্টম বর্ষে পদার্পণে কেককাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সপ্তগাঁও ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন আল রাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সৈকতের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মারুফ, মুহাম্মদ জহিরুল ইসলাম, নূর নবী চৌধুরী, দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন কৃতি ছাত্রের উদ্যোগে ও প্রচেষ্টায় ২০১৮ সালে ‘সপ্তগাঁও ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়। মানুষের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ, বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ সম্পাদনের উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়।
(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন