নোয়াখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে দারুত তাওহীদ হিফজুল কুরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও সহস্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শীতবস্ত্র বিতরণ করেন হাজী আবু ছায়েদ ট্রাস্টের চেয়ারম্যান ও হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান দুলাল।
আলোচনা শেষে মাদ্রাসার জন্য হাজী আবু ছায়েদের দান করা জমিতে দারুত তাওহীদ হিফজুল কুরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ও চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।
রূপনগর তালিমুল কোরআন দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু ছায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যার্টনী জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আবদুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী কাজী ফজলুল করিম ফয়সল, হাজী আবদুল কুদ্দুস প্রমুখ।
হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী ও প্রবাসী ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান দুলাল বলেন, এ অঞ্চলে রূপনগর তালিমুল কোরআন দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর আমার স্বপ্ন ছিল এলাকায় একটি হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা। আজ হিফজুল কোরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। এর সফল বাস্তবায়নের পর এতিমখানা প্রতিষ্ঠার কাজে হাত দেবো ইনশাআল্লাহ।
তিনি জনহিতকর এসব কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতার আহ্বান জানান।
(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন