নোয়াখালী বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নোয়াখালী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক ও হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব করা হয়েছে।
রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমরা দীর্ঘ ৯ বছর পর নতুন কমিটি পেলাম।
প্রসঙ্গত, গত ২০১৭ সালের ২৩ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।
(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন