নোয়াখালীতে মাদক মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২১| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৬
অ- অ+

নোয়াখালীর কবিরহাট থানার একটি মাদক মামলায় এক নারীসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন জেলার বিশেষ জজ আদালতের বিচারক জেলা জজ মো. আহসান তারেক। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পিপি তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাহারের স্ত্রী নার্গিস আক্তার (৩৭), নার্গিসের স্বামী বাহার (৪৬), শাহজাহানের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও আনোয়ারের ভাই শহিদ উল্যাহ (৩৪)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামে অভিযান চালায় কবিরহাট থানা পুলিশ। অভিযানকালে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশের সহযোগিতায় বাহারের ঘর থেকে তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতঘর থেকে চার হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মাদকগুলো বিক্রির উদ্দেশে বাহার, আনোয়ার ও শহিদ ঘরে রেখেছিল বলে আটককৃত নার্গিস জানালে পুলিশ পরবর্তীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদেরও আটক করে। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

এদিন দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল হক।

(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা