কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ইউনিটটির দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আইনজীবী সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনী তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস।
ঘোষিত তফশিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায়। এরপর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। একই দিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
এরপর, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ করা হবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায়।
মহানগর বিএনপির সম্মেলনের দিন আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এ দিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫ টা পর্যন্ত। এর মধ্যে মধ্যাহ্ন বিরতি থাকবে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ১৯ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে প্রকাশিত ভোটার তালিকার অন্তর্ভুক্ত ভোটার, প্রস্তাবকারী ও সমর্থনকারীরাও প্রার্থী হতে পারবেন। তবে একই প্রার্থী একাধিক পদে প্রার্থী হতে পারবেন না।
কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস বলেন, ‘এই নির্বাচন কুমিল্লা মহানগর বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার অনুরোধ করছি।’
নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট মুহাম্মদ তৌফিক আহমেদ চৌধুরী আকাশ, ডা. মিনহাজুর রহমান তারেক, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন মিঠু।
আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন