ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্যাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫
অ- অ+

‘কসবার গ্যাস কসবায় চাই, না দিলে রক্ষা নাই’- এ প্রতিপাদ্য নিয়ে গ্যাসের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কসবা মুক্তমঞ্চে কসবার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কসবায় গ্যাস সরবরাহ আন্দোলনের আহ্বায়ক তানভীর শাহীন, জয়নাল আবেদীন, মোবারক হোসেন নাসির, ওবায়দুল্লাহ, কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, মনিরুল হক প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকার নিজেদের স্বার্থের জন্য দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল। ১৯৯৬ সালে সালদা গ্যাসকূপ ও পরবর্তীতে তারাপুরে কূপ খনন করা হলেও অজ্ঞাত কারণে তারাপুর থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেয়। অথচ তারাপুর সীমান্ত থেকে আধা কিলোমিটার দূরে ভারত রিগ বসিয়ে গ্যাস উত্তোলন করছে।

বক্তারা বলেন, কসবায় যে গ্যাস আছে তা উত্তোলন করে কসবাবাসীকে দিতে হবে, ভারতে নয়। ভারতের গোলামি আর চলবে না।

বক্তারা অবিলম্বে তারাপুরের কূপ খনন করে তা কসবায় সরবরাহের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহর এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা