বগুড়ার আ. লীগ নেতা সাইদুজ্জামান স্বপন ঢাকায় গ্রেপ্তার

বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের বড় ভাই এবং একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের শ্যালক মো. সাইদুজ্জামান স্বপন (৫৯) ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।
সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে আনসার সদর দপ্তরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সাইদুজ্জামান স্বপন বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এছাড়া তিনি সারিয়াকান্দি কলেজের অধ্যক্ষও ছিলেন। ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তিনি আত্মগোপনে চলে যান।
সাইদুজ্জামান স্বপনের গ্রেপ্তারের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
তিনি জানান, ‘খিলগাঁও থানায় হওয়া সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে আনসার সদর দপ্তরের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, খিলগাঁওয়ের বাসিন্দা মো. হিরার (১৬) আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় একটি মামলা রেকর্ড হয়। এ মামলায় সাইদুজ্জামান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বাদীকে গুরুতর রক্তাক্ত, জখম, চুরি, চাঁদা দাবি, চাঁদা গ্রহণসহ হুকুম দেওয়ার অপরাধে তিনি আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটসহ ১৬৩ জনকে আসামি করে মামলাটি করেন। এছাড়া মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
খিলগাঁও থানা ছাড়াও গ্রেপ্তারকৃত সাইদুজ্জামান স্বপনের বিরুদ্ধে বগুড়া সারিয়াকান্দি থানায় বিস্ফোরণ আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএম/এজে)
মন্তব্য করুন