ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ২২:০৫
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়াচর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নিহত যুবক কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ও আহত দুই বন্ধু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে অনার্স পঞ্চম সেমিস্টারের ছাত্র। তারা মোটরসাইকেল যোগে ঢাকা থেকে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন।

পথে আষারিয়াচর এলাকায় পৌঁছালে তাদের মোটরসেইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির মালবাহী একটি লরি। এ সময় তারা ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তানভীর হাসান মজুমদার। গুরুতর আহত ফয়সাল মিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পথচারীরা।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা