সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ০৯:৪৫| আপডেট : ০৮ মে ২০২৫, ১১:৫৭
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে তাকে নারায়ণগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ওই যুবক। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন (৩০) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগী ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। গত ১২ এপ্রিল সন্ধ্যায় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীর গোসলখানায় কৌশলে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ওই কিশোরী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক হোসেন দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে পরদিন সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক হোসেন পলাতক ছিলেন। গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী ওই কিশোরীর মা জানান, ফারুক দীর্ঘদিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে রাস্তায় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন তারা বাড়িতে না থাকার সুযোকে বাড়ির গোসলখানায় ঢুকে জোরপূবর্ক স্পর্শকাতর স্থানে হাত দেন। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, “ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

(ঢাকাটাইমস/০৮মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা