নান্দাইল পৌর মেয়রসহ ৮ জন গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান (৬২), পৌরসভার সাবেক মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া (৬৬), সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান (৪৩), পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন (৪৪), উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া (৪০), পৌর আওয়ামী লীগের সদস্য আনিছ (৩২), সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হাসান (৪৩) ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান নাঈম (২৭)।
ওসি জানান, সেনাবাহিনী, কোতোয়ালি মডেল থানা ও নান্দাইল মডেল থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাত ১২টার দিকে নগরী শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও কোতোয়ালি মডেল থানা পুলিশ পৃথকভাবে নগরীর বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নগরীর নতুন বাজার হরিকিশোর রায় রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।
(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)
মন্তব্য করুন