রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে ছাত্র-জনতার ওপর অস্ত্র ব্যবহার করা হয়েছে: ছাত্রশিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৫৪| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২০:০২
অ- অ+

বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘২৪ এর আন্দোলনে দুই হাজারের মতো ছাত্র এবং জনতা শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। যার কোন সঠিক তথ্য আমাদের কাছে নেই। রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে ছাত্র-জনতার ওপর অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমাদের স্বপ্ন হল নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। আমাদের স্বপ্ন হলো ফ্যাসিবাদ ও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না, মানুষ স্বাধীনভাবে তার মতটাকে এবং জীবনটাকে গড়ে তুলবে। এ রকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা।’

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে ৭১ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের যারা জাতীয় নেতৃত্ব দিয়েছেন, তারা বেশির ভাগ নিজেদের ব্যক্তিত্ব নিজেদের জন্য ঘটিয়েছেন। জাতীর সামগ্রিক উন্নয়নের পেছনে খুব একটা ভূমিকা পালন করেনি। জাতি পিছিয়ে রয়েছে সেটা নিয়ে তারা কাজ করেনি। আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে সচেতন হই।’

তিনি আরো বলেন, ‘গত কয়েক দিনের ঘটনায় চট্টগ্রামের ইসকন কিংবা ঢাকায় ছাত্রদের দুই পক্ষ বানিয়ে তাদের রাজপথে নামিয়ে যুদ্ধবিগ্রহ সৃষ্টি করে দেয়া এটি হল আধিপত্যবাধীদের সৃষ্টি। আমরা আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তত রাখতে চাই।

আমাদের বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক সংকট। জাতীর সামগ্রিক উন্নতির জন্য রাজনৈতিক যে সংকট তৈরি করা হচ্ছে এটি হল আধিপত্যবাধীদের সৃষ্টি।

ছাত্র শিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপত্বিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, ছাত্র শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ প্রমুখ।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ
ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা