হাতিয়ায় ডাকাত দলের আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১৪
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১৪ জন কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন, বিপ্লব চন্দ্র দাস (৪৬), বিপ্লব চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (২২), মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮), ভিবেষ মজুমদার (৩৮), একই ইউনিয়নের মোল্লা গ্রামের মো. আব্দুল্লাহ (২৬), দক্ষিণ জোটখালি গ্রামের রিয়াজ উদ্দিন (২২), চর ঘাসিয়া এলাকার মো. নিজাম উদ্দিন (৬০), চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের রণজিৎ চন্দ্র দাস (৪৩), হাজী গ্রামের মো. মামুন (২৮), হাসিনা নগর গ্রামের রাজীব চন্দ্র দাস (২৭), রসুলপুর গ্রামের মো. এমরান (৪০), বেগমগঞ্জ থানার অনন্তপুর গ্রামের মো. কাশেম (৫৩) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের মো. রিয়াজ (২৪)।
শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি বিভিন্ন সাইজের ছুরি, ৬টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়।
সোমবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ও দুর্ধর্ষ ফখরুল ডাকাত বাহিনীর সদস্যরা স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার বার আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত ও দুর্ধর্ষ ফখরুল ডাকাত বাহিনীর ১৪ জন সদস্যকে ৩টি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র, ৩টি হরিণের শিং, ১৮টি মোবাইল, ১টি ঘড়ি এবং নগদ ৪৮ হাজার টাকাসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত আলামত এবং আটককৃত ডাকাত সদস্যদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন