শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৮| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
অ- অ+
যাত্রাবাড়ী-ডেমরা এলাকা থেকে সোমবার তোলা ছবি

রাজধানীর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এলাকাগুলো হলো- শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এসব এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মঙ্গলবার ‍দুপুরে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বিজিবি জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন।’

এর আগে সোমবার রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

একইদিন রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই ওইসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএস/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা