শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৮| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
অ- অ+
যাত্রাবাড়ী-ডেমরা এলাকা থেকে সোমবার তোলা ছবি

রাজধানীর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এলাকাগুলো হলো- শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এসব এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মঙ্গলবার ‍দুপুরে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বিজিবি জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন।’

এর আগে সোমবার রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

একইদিন রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই ওইসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা