শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিজিবি মোতায়েন
রাজধানীর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এলাকাগুলো হলো- শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এসব এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বিজিবি জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন।’
এর আগে সোমবার রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
একইদিন রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই ওইসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএস/এজে)
মন্তব্য করুন