দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি এলে হাত ভেঙে দেওয়া হবে: সালাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ২০:৪৭| আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২১:০৭
অ- অ+

দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি এলে হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।

বৃহস্পতিবার বিকালে ইসলামপুর নবাব বাড়ী পুকুর পাড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আব্দুস সালামের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ইসকন প্রসঙ্গ। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার এবং জনগণের সাথে, কোনো সুনির্দিষ্ট দলের সঙ্গে নয়। ভারত যদি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে এদেশের জনগণের সহযোগিতা পাবে। কিন্তু যদি হস্তক্ষেপের চেষ্টা হয়, তাহলে হাত ভেঙে দেওয়া হবে।

এই বিএনপি নেতা বলেন, জুলাই আগস্টে শেখ হাসিনা গণহত্যা করে পালিয়ে গেছে। গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সবার বিচার হতে হবে।

এ সময় স্বাদীনতা যুদ্ধ প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে আ স ম আব্দুর রবের ভূমিকা তুলে ধরেন এই মুক্তিযোদ্ধা।

আলোচনায় সভাপতিত্ব করেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। এসময় সাধারণ সম্পাদক শহিউদ্দিন মাহমুদ স্বপনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্বৃত্তদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা