টি-টোয়েন্টিতে কোহলিকে পেছনে ফেলে দুইয়ে বাবর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১২:১৭| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:২৬
অ- অ+

ফুটবলে যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি কে কাকে টপকে যাবেন, সে প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন সারা বছর ক্রিকেটেও তেমনই দুই ক্রিকেটার হলেন বিরাট কোহলি ও বাবর আজম। বিরাট কোহলি ও বাবর আজম- ভিন্নদেশি দুই ক্রিকেটার। দুই জনই ক্রিকেট বিশ্বে খুবই জনপ্রিয়। দুইজন আলাদা আলাদা দলের ক্রিকেটার হলেও এই দুই তারকার নাম বারবার আসছে একই শিরোনামে।

সেটি আর কিছুই নয়, রেকর্ড ভাঙা-গড়ার শিরোনাম। অর্থাৎ কে কাকে টপকে যাবেন, সে প্রতিযোগিতায় কোহলি-বাবর ব্যস্ত থাকেন সারা বছর। এক্ষেত্রে বাবরই হচ্ছেন অনুগামী। কোহলির নিজের কাছে রেখে দেওয়া রেকর্ডগুলো এক এক করে ভাঙছেন বাবর। এবার কোহলির আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বাবর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলিকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এলেন পাকিস্তানের বাবর আজম। সোমবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে কোহলিকে টপকে যান পাকিস্তানের সাবেক অধিনায়ক।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রোহিত শর্মা আছেন শীর্ষে। বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ৪ হাজার ২৩১ রান। তার পরেই ছিলেন বিরাট কোহলি। তিনি ১২৫ ম্যাচে করেছেন ৪ হাজার ১৮৮ রান। এই দুজনই অবশ্য বিশ্বকাপ জিতে অবসরে গেছেন।

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাবর আজম ৪১ রানের ইনিংস খেলেন। আর এই ইনিংসের মাধ্যমে তিনি কোহলিকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছেন। ১২৬ ম্যাচে ৪০.৩০ গড়ে বাবরের সংগ্রহ এখন ৪ হাজার ১৯২ রান। ৩টি সেঞ্চুরির পাশাপাশি তার ৩৬টি হাফসেঞ্চুরিও রয়েছে। ১৫৯ ম্যাচ খেলে রোহিতের করা ৪ হাজার ২৩১ থেকে মাত্র ৪০ রান দূরে আছেন বাবর।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে ভালো করে সবাইকে ছাড়িয়ে শীর্ষে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের সামনে।

অবশ্য বাবর ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যানের টি-টোয়েন্টিতে এতো রান নেই। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। ১০৪ ম্যাচে ৩ হাজার ৩২৯ রান নিয়ে তালিকার সপ্তম স্থানে আছেন তিনি।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহায়তা চায় বাংলাদেশ
ছেলে সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
সাবেক এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
ফেনীতে কৃষকের মনে কষ্টের মেঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা