ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব, তবুও হারলো বাংলা টাইগার্স

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৯
অ- অ+

জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরিজ খেলতে ব্যস্ত থাকলেও সাকিব আল হাসান ব্যস্ত রয়েছেন আবুধাবি টি-টেন লিগে। তবে ছন্দে নেই তার দল বাংলা টাইগার্স। টানা দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে সাকিবের দল। প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে সাকিবের অলরাউন্ডার পারফরম্যান্সের পরও হারল বাংলা টাইগার্স। নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে সাকিবের দল।

ব্যাটে রান পেয়েছেন আবার বল হাতেও উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। তবে অলরাউন্ডার পারফরম্যান্সের ম্যাচেও কাঙ্খিত জয়ের দেখা মিলেনি।

শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে ভুগতে থাকে বাংলা টাইগার্স। ১০ রানে দুই উইকেট হারায় সাকিবের দল। ট্রপলির বলে ৮ রানে হজরতুল্লাহ জাজাই ও ১ রানে ফেরেন মোহাম্মদ শেহজাদ। এরপর তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান দানুস শানাকা। তবে ৩ রানে ইফতেখার আউট হলে ভাঙে তাদের সর্বোচ্চ দলীয় ২১ রানের জুটি। একই ওভারের হুসেনের বলে আউট হন লিভিংস্টোন।

শানাকাকে নিয়ে বিপর্যয় সামনালোর চেষ্টা চালান সাকিব আল হাসান। তবে সে জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২২ রান করে ফেরেন শানাকা। এরপর উইকেটের অন্যপ্রান্ত থেকে একাই চেষ্টা চালিয়ে যান মিস্টার সেভেন্টিফাইভ। ৯ম ওভারে মোহাম্মদ আমিরের বলে ১ রান করে ফেরেন রশিদ খান ও লুকমান ফয়সাল। এক ছক্কা ও এক চারে ১৯ রানে সাকিব ফিরলে নির্ধারিত ওভার শেষে মাত্র ৬৬ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে জয় পেতে বেশি বেগ হয়নি নিউইয়র্ক স্ট্রাইকার্সকে। ৬ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। দেওয়াল্ড ব্রেভিস ও এভিন লুইয়েসের ওপেনিং জুটিতে ৩৪ রান যোগ হয় স্কোরবোর্ডে। ৯ রান করে ফেরেন লুইস। ব্রেভিস করেন ১৯। এরপর ৯ বলে ২১ রানের ইনিংসে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন দনোভান ফেরেইরা। আকিল হোসেন করেন ৯ রান। বল হাতে ১ রান দিয়ে সাকিব নেন ২ উইকেট।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা