জ্যামাইকা টেস্ট: ৯৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩
অ- অ+

জ্যামাইকা টেস্টের প্রথম দিনের বৃষ্টির বাঁধা থাকলেও দ্বিতীয় দিনে সঠিক সময়েই শুরু হয় খেলা। তবে দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশে। দ্বিতীয় দিনের শুরুতেই টাইগারদের সাজঘরে ফিরে গেলেন আরও তিন ব্যাটার। দিনের শুরুতেই আরও তিন ব্যাটারকে হারিয়ে ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

আজ রবিবার (১ ডিসেম্বর) আগের দিনের ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু। দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে তাদের জুটিকে দ্বিতীয় দিনের আর বেশিদূর এগোতে দেননি শামার জোসেফ।

আলজারি জোসেফের বলে বোল্ড হয়ে দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান শাহাদাত হোসেন দীপু। ৮৯ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৮৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

শাহাদাত হোসেন দীপুর বিদায়ের পর সাজঘরে ফিরে যান লিটন দাসও। ৬ বলে মাত্র ১ রানে করে জেইডন সিলসের বলে কাভেম হজের হাতে ক্যাচ তুলে দিয়ে পথ ধরেন লিটন। তার বিদায়ে ৮৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

দলের বিপদ আরও বাড়িয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জাকের আলী। ১০ বলে মাত্র ১ রান করে বলে শামার জোসেফের বলে জশুয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে পথ ধরেন জাকের। তার বিদায়ে মাত্র ৯৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

এর আগে ভেজা আউটফিল্ডের কারণে দফায় দফায় পিছিয়ে যায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্টের টস। দুই সেশন পণ্ড হয় এতে করে। কয়েক দফা মাঠ পরিদর্শনের পর অবশেষে আম্পায়াররা ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।

মাত্র ১০ রানে দুই উইকেট হারিয়ে ধুকতে থাকা টাইগাররা অবশ্য দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করেছে সাদমান-দীপু জুটির ব্যাটে ভর করে। জাকির হাসানের জায়গায় দলে ফিরেই ফিফটি পেয়ে গেছেন সাদমান ইসলাম। তার অর্ধশতকে ভর করে ২ উইকেট হারিয়ে ৬৯ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্বৃত্তদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা