পুলিশের লাগাম টেনে ধরা দরকার
গত কিছুদিন ধরে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার সংবাদ শিরোণামে পরিণত হচ্ছে পুলিশ বাহিনী। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহআলী থানাধীন গুদারাঘাটে চাঁদার টাকা না পেয়ে চা দোকানির গায়ে আগুন লাগিয়ে দেয় পুলিশ, এমন অভিযোগ করেছেন দগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা। এই মধ্যযুগীয় বর্বরতা প্রদর্শনের ব্যাপারটি এখন সারা দেশে আলোচিত। আগুনে দগ্ধ হয়ে বাবুল মাতুব্বর মারা গেছেন বৃহস্পতিবার। এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বীকে হেনস্থাসহ নানা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে পুলিশ সদস্যরা। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। তাদের লোগোতে জ্বলজ্বল করে ‘সেবাই ধর্ম’ লেখাগুলো। সেবর নমুনা কি এমন? লেখা বাহুল্য, পুলিশের বাড়াবাড়ি চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাদের বেপারোয়া আচরণে নাভিশ্বাস উঠছে জনজীবনে। রক্ষককে বিবেচনা করা হচ্ছে ভক্ষক হিসেবেই। এভাবে চলতে থাকলে পুলিশ বাহিনীকে একটি অস্ত্রধারী পেটোয়া বাহিনী ছাড়া আর কিছুই বিবেচনা করবে না সাধারণ মানুষ। যার পরিণতি হতে পারে ভয়াবহ। তাই অনতিবিলম্বে পুলিশ বিভাগে ব্যাপক সংস্কার আনা প্রয়োজন, যাতে জনগণের প্রতিপক্ষ না হয়ে সত্যিকারের বন্ধু হয়ে ওঠে পুলিশ। অত্যাচারী পুলিশ আমাদের প্রয়োজন নেই। নিয়ন্ত্রণহীন পুলিশের লাগাম টেনে ধরা দরকার। দুই.
মন্তব্য করুন