পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে চারজনের জরিমানা
নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চার ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. গোলাম কবির এই জরিমানা করেন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলেও বিভিন্ন হাট, বাজার ও দোকানগুলোতে এখনও তা বিক্রি চলছে।
বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম মো. গোলাম কবির। এ সময় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে আজাহার হোসেনকে ১০ হাজার, সুব্রত সাহাকে ১০ হাজার, কার্তিক চন্দ্র শীলকে ২০ হাজার ও বাবুল হোসেনকে দুই হাজার টাকাসহ মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের দোকান থেকে ৫৫ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। নিষিদ্ধ পলিথিনের ব্যবসা ও ব্যবহার বন্ধে সচেতনতা তৈরিতে জেলার অন্যান্য বাজারগুলোতেও পর্যায়ক্রমে এই অভিযান পরিচালনা করা হবে।(ঢাকাটাইমস/৫ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন