নোয়াখালীতে একদিনে ফারইস্টের ৪৬৬ বীমা দাবি পরিশোধ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একদিনে ৪৬৬ মেয়াদোত্তীর্ণ বীমার দাবি এক কোটি ১০ টাকা পরিশোধ করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় চরদখলের মতো আধুনিক বীমার প্রতিকৃত ফারইস্ট লাইফও দখল করে লুটপাট করেছিল তারা। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার দোসর সালমান গংদের পলায়নের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে ফারইস্ট। গ্রাহকদের ভালোবাসায় এটি আবারও দেশে এক নম্বর বীমাতে পরিণত হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ইভিপি ও ইষ্টার্ণ রিজিওনের ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন ও বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন।

চট্টগ্রাম সাউথ ডিবিশনের ভিপি অ্যান্ড ইনচার্জ ইউছুপ নবী জসিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, নোয়াখালী ডিভিশনের এসভিপি অ্যান্ড ইনচার্জ মাওলানা নুরুল হুদা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন প্রমুখ। কোম্পানীগঞ্জ জোনাল অফিসের জিএম অ্যান্ড ইনচার্জ আবদুল মোতালেব মাসুদ বলেন, আজ আমাদের এ জোনের ৪৬৬ জন গ্রাহকের মেয়াদোত্তীর্ণ বীমার দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এতে একসঙ্গে গ্রাহকদের এক কোটি ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, মো. ফখরুল ইসলাম কোম্পানী চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থনৈতিক সংকট কাটিয়ে মাঠ পর্যায়ে ঘুরে দাঁড়িয়েছে ফারইস্ট। পর্যায়ক্রমে সকল গ্রাহকের বীমার দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফারইস্ট ইসলামী লাইফের উপর আস্থা রাখায় গ্রাহকদেরকে ধন্যবাদ জানাই।

(ঢাকা টাইমস/১২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা