চাঁদপুরে ৫ মাদকসেবীর কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৬, ০৮:৫০| আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৯:১৫
অ- অ+

চাঁদপুর শহরের বিভিন্ন স্থান থেকে আটক হওয়া পাঁচ মাদকসেবী যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের জামতলা এলাকার বিপ্লব, পুরাণ বাজার বাকালী পট্টি এলাকার শুভ সাহা, সদরের গুলিশা গ্রামের মাইনুদ্দিন বাবু, গোবিন্দিয়া গ্রামের রাসেল গাজী ও শহরের রঘুনাথপুর গ্রামের মো. জসিম বেপারী।

পুলিশ জানায়, শহরের নতুন বাজার, পুরাণ বাজার, সদরের বালিয়া ও হানারচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের মাদক সেবন অবস্থায় আটক করা হয়। এ সময় পুলিশ বিপ্লবের কাছ থেকে ইয়াবার সরঞ্জামাদি উদ্ধার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক বলেন, মাদকসেবী এসব যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এরপরেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৯ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাঁকুরগাঁওয়ে সুদের কারবারি সাঈদের কাছে জিম্মি কয়েক গ্রামের শতাধিক পরিবার
টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে অনন্য কীর্তি সাউদির
আউটসোর্সিং পদে নিয়োগ ঝুলে থাকা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হট্টগোল
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা