টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে অনন্য কীর্তি সাউদির

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১২
অ- অ+

ক্রিকেটে টি-টোয়েন্টি মানেই ছক্কার ঝড়। আরেক ফরম্যাট ওয়ানডেতেও মাঝমধ্যে দেখা যায় ছক্কার এই ঝড়। তবে ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ ফরম্যাট টেস্টে সচরাচর ছক্কার দেখা মেলে না। তবে এমন কিছু ব্যাটার আছেন, যারা কোনো ফরম্যাটের বাছবিচার করেন না। যে কোনো সংস্করণেই ছক্কা হাঁকাতে ভালোবাসেন। কিন্তু সে তালিকায় একজন বোলারের জায়গা করে নেওয়াটা যে কাউকেই অবাক করবে।

নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান হ্যামিল্টন টেস্টে ১০ বলে ২৩ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা হাঁকিয়েছেন। তাতে ১০৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯৮’তে।

আর তাতে তিনি ভাগ বসিয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের রেকর্ডে। ১০৭ টেস্টে ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

৩৬ বছর বয়সি পেসার সাউদি খেলছেন ক্যারিয়ারের শেষ টেস্ট। আরও একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পাবেন তিনি। ওই ইনিংসে ২টি ছক্কা হাঁকাতে পারলে টেস্ট ইতিহাসে যৌথভাবে ‍তৃতীয় সর্বোচ্চ ছক্কার মালিক হবেন তিনি।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাঁকিয়ে তালিকার উপরে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ১১০টি ম্যাচে ১৩৩টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা ব্রেন্ডন ম্যাকালাম ১০১টি টেস্টে ১০৭টি ছক্কা মেরেছেন। তিন নম্বরে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬টি টেস্টে ১০০টি ছক্কা মেরেছেন তিনি।

অবাক করা বিষয় হচ্ছে, টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর এ তালিকায় প্রথম ১২ জনের মধ্যে একমাত্র বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন সাউদি। তাও কি না যৌথভাবে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা