প্রেম নিয়ে বিরোধ, কলেজছাত্র খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৬, ১২:৪১
অ- অ+

প্রেম নিয়ে বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত ফয়সাল ঢালী (২২) টঙ্গীবাড়ি উপজেলার নোয়াদ্দা গ্রামের নজরুল ঢালীর ছেলে। তিনি এ বছর হরগঙ্গা কলেজে থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।

আটক মিরাজ মিয়া (২৩) একই উপজেলার যশোলংয়ের নয়াদিঘিরপাড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসাইন জানান, এক তরুণীর সঙ্গে ফয়সালের প্রেমের সম্পর্ক ছিল। মিরাজও তাকে পছন্দ করত। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সোমবার রাতে ফয়সালসহ চার বন্ধু পাশের গ্রামে পূজা দেখে বাড়ি ফেরার পথে হামলা করেন মিরাজ ও তার বন্ধুরা। তারা তাকে কুপিয়ে জখম করে। হামলায় আহত চার বন্ধুকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আহত শাহিদুল ইসলাম (২২), আকাশ (২২) ও মাসুমকে (২২) মুন্সীগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের সবার বাড়ি নোয়াদ্দা গ্রামে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে: প্রধান উপদেষ্টা
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা
ভাসানী এক মহীরুহের অগ্নিক্ষরা সংগ্রামী জীবন: বাংলাদেশ ন্যাপ
বিজ্ঞাপন নির্মাতা তারেক মাহমুদ সুমনের নতুন সিএসআর ক্যাম্পেইন: ‘পাবলিকের টয়লেট হোক বন্ধ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা