প্রেম-ভালোবাসায় বিশ্বাস নেই অহনার, বিয়ে নিয়েও ভাবেন না

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৪:১৮
অ- অ+
অভিনেত্রী অহনা রহমান

প্রেম-ভালোবাসার টানে মানুষ কত কিছুই না করেন। জাত-ধর্ম ভুলে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অন্য দেশেও চলে যান। তবে সেই প্রেম-ভালোবাসার প্রতিই বিশ্বাস নেই ছোটপর্দার সুপরিচিত অভিনেত্রী অহনা রহমানের। ভাবেন না বিয়ে নিয়েও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনয় ছাড়ার আগাম ঘোষণা দেন অহনা। বলেন, ‘২০২৫ সাল থেকে মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবো। এরপর একটা সময় শোবিজ অঙ্গনের কাজ পুরোপুরিই বন্ধ করে দেবো।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি আর অহনা রহমান হতে চাই না। অনেক দিন ধরে কাজ করেছি। এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত? নতুন অনেকে আসছেন তাদেরও দেখা উচিত।’

অভিনেত্রীর ওই সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে পোস্ট হলে সেখানে একাধিক নেটিজেন মন্তব্য করেন, বিয়ে করে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন অহনা। সে কারণে মিডিয়া থেকে বিদায় নিতে চাইছেন।

নেটিজেনদের এমন মন্তব্যের জবাবে অহনা লেখেন, ‘না, বিয়ে করছি না। প্রেম-ভালোবাসা বিশ্বাস করি না। তাই বিয়ে নিয়েও ভাবি না। একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি প্রেমে ছেঁকা খেয়ে কষ্ট পেয়েছি, তারপর থেকে আর চাপ দেয় না।’

২০০৭ সালে অভিনয়ে আসেন অহনা রহমান। ২০১৬ সাল পর্যন্ত কাজ করেছেন চারটি সিনেমায়। অহনাকে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকপ্রিয় নাটকে। তার অভিনীত বরিশালের ভাষার নাটকগুলো বেশ জনপ্রিয়। সবশেষে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে নজর কাড়ের তিনি।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা