ভারতীয় আগ্রাসন-অপপ্রচারের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:২০| আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫২
অ- অ+

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পদযাত্রা শুরু হয়েছে।

পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার সকাল ১১টা ২০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইনস গেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেবেন পুলিশের সাবেক কর্মকর্তারা।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ব্যানারে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নিয়েছেন কয়েকশ কর্মকর্তা। মিছিলটি শান্তিনগর, কাকরাইল, মৎস্যভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী।

পদযাত্রার শুরুতে আকবর আলী বলেন, ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা।

এসময় সাবেক পুলিশ সদস্যরা দাবি করেন, ভারতের মিডিয়াগুলো উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট সরকারপ্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে তাদের কুপরামর্শ দিচ্ছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে ঝুঁকিতে ফেলেছে: হিউম্যান রাইটস ওয়াচ
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ
লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন
রাতের আঁধারে কুমিল্লা সীমান্তে ভারত থেকে পুশইন, ৫২ জন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা