কুমিল্লায় নাশকতার মামলায় খন্দকার মোশাররফের বিচার শুরু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:৪০
অ- অ+

নাশকতার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জ গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোশাররফ কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত হোসেনের আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক তার আবেদন খারিজ করে মামলার চার্জ গঠন করেন।

মামলার সূত্র জানায়, কুমিল্লার দাউদকান্দি এলাকার আওয়ামী লীগ নেতা সুবিদ আলী ভূইয়ার জুরানপরের বাড়িতে ২০০২ সালের ৫ সেপ্টেম্বর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০০৫ সালের ১ জানুয়ারি জুরানপুরের ইফতেখার হায়দার সায়মন বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলাটি খারিজ হয়ে যায়। ওই মামলার বাদী একই ঘটনায় ২০০৭ সালের ১২ মার্চ কুমিল্লার আদালতে ড. খন্দকার মোশাররফ হোসেনকে ১নং আসামি করে আগের মামলার ৩২ জনসহ ৩৩ জনের নামে পুনরায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় ড. খন্দকার মোশাররফসহ অন্যান্য অভিযুক্তরা জামিনে আছেন।

বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্য খারিজ হয়ে যাওয়া মামলায় পাঁচ বছর পর ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম অন্তর্ভুক্ত করে পুনরায় মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনি প্রক্রিয়ায় মামলাটি চালিয়ে যাবো।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা