আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:১৬
অ- অ+

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৮ বছরে প্রায় সাড়ে চারশ ম্যাচ খেলে সাতশর বেশি উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ এই ক্রিকেটীয় জীবনে কখনোই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সম্প্রতি সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল, অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনো ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না বাঁ-হাতি এই স্পিনার।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তখনই তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহ্যামের লাফবরো বিশ্ববিদ্যালয়ের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। ১০ ডিসেম্বর ইসিবি জানায়, তার বোলিংয়ে ত্রুটি পাওয়া গেছে। এরপরই সাকিবের বোলিং নিষিদ্ধ করে ইসিবি।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ইসিবির অধীনে এই পরীক্ষার ফল আইসিসিও স্বীকৃতি দিয়েছে। যে কারণে সাকিবকে এখন আইসিসি অধীনে স্বীকৃত কোনো পরীক্ষাগারে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। যদি তিনি ওই পরীক্ষায় পাস করেন এবং বোলিং অ্যাকশনে ত্রুটি নেই এটা প্রমাণ হলেই আন্তর্জাতিক ও দেশের বাইরের টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন। তবে বিসিবির অধীনে ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে বাধা নেই তার।

আইসিসির বোলিং অ্যাকশন বিধির ১১.৩ ধারা অনুযায়ী, কোন জাতীয় ক্রিকেট ফেডারেশন কোন ক্রিকেটারের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ার কারণে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করলে এবং আইসিসি ওই নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক নোটিশ পেলে তা স্বয়ংক্রিয়ভাবে আইসিসির স্বীকৃতি পায় এবং আইসিসির অধীনে টুর্নামেন্টে ও অন্যান্য বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টে নিষেধাজ্ঞা বলবৎ হয়।

বিসিবি আরও জানিয়েছে, অ্যাকশনের কারণে সাকিবের বোলিং নিষিদ্ধ হয়েছে। তবে আন্তর্জাতিক ও যেকোনো পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলতে তার বাধা নেই। বোর্ড আরও জানিয়েছে, সাকিব দ্রুতই তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন। ওই পরীক্ষায় তার অ্যাকশন নিয়ে কোন সমস্যা ধরা না পড়লে পুনরায় সকল পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন তিনি। বিসিবি বিষয়টি নিয়ে ইসিবি ও আইসিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এনবিডব্লিউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা